শিরোনাম
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে ২ ভুয়া দুদক কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে অর্থ আদায়ের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে সংস্থাটি। মঙ্গলবার রাতে রাজধানীর রামপুরা থেকে মোহাম্মদ নজরুল ইসলাম নাঈম (৩৯) এবং খোরশেদ আলম খানকে (৩৮) গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা দুদকের উপপরিচালক পরিচয়ে সংস্থাটি থেকে প্রকাশিত ম্যাগাজিনে বিজ্ঞাপন প্রকাশের কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ আদায় করছিল। তারা কমিশনার এ এফ এম আমিনুল ইসলামের স্বাক্ষর জাল করা দুদকের প্যাড দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এই অভিযোগে গতকাল তাদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করেন দুদকের উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা নাভানা ফার্মাসিউটিক্যালস, জেনারেল ফার্মাসিউটিক্যালস, জুলফার বিডি ও কুমুদিনী ট্রাস্টসহ কয়েকটি প্রতিষ্ঠানে নিজেদের দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম পরিচয় দিয়ে  বিজ্ঞাপন প্রকাশের নামে বিভিন্ন পরিমাণের টাকা দাবি করেন। পরে ওই প্রতিষ্ঠানগুলো থেকে তাদের দুটি ব্যাংক হিসাব নম্বরে মোট দুই লাখ ৭২ হাজার টাকা জমা করে তা তুলে নেন।

সর্বশেষ খবর