শুক্রবার, ২১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

কোটি টাকা নিয়ে জামাই-শ্বশুর উধাও

সামছুজ্জামান শাহীন, খুলনা

খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় ‘প্রমিনেন্ট সেভিংস অ্যান্ড ক্রেডিট এমসিএস লিমিটেড’ নামের সঞ্চয়ী বীমা কোম্পানি প্রায় তিন হাজার লোকের কোটি টাকার আমানত নিয়ে উধাও হয়ে গেছে। এ ব্যাপারে বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। জানা যায়, গ্রামীণ জনগোষ্ঠীর দারিদ্র্যমোচনের নামে প্রতিষ্ঠানটি ‘পারিবারিক স্বাস্থ্যসেবা, এইচএস এডুকেশন অ্যান্ড হেলথ সোসাইটি, সঞ্চয়ে সর্বোচ্চ মুনাফা, পণ্য ঋণের সুবিধা, গ্রুপ বীমার সুবিধা’সহ বিভিন্ন প্রকল্প চালু করে। সাড়ে চার বছরে বিনিয়োগকৃত টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিয়ে তারা তিন হাজারের বেশি গ্রাহক সংগ্রহ করে। কিন্তু মেয়াদোত্তীর্ণ হলেও আমানতের টাকা ফেরত না দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোলায়মান হোসেন ও হিসাবরক্ষক এম এ জলিল আলাদা বীমা কোম্পানিতে উচ্চপদে যোগদান করেছেন। এরা দুজন সম্পর্কে জামাই-শ্বশুর বলে গ্রাহকরা জানিয়েছেন।

সর্বশেষ খবর