শনিবার, ২২ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

রোজার আগে ‘মূর্তি’ সরাতে আলটিমেটাম পীর চরমোনাইর

নিজস্ব প্রতিবেদক

রোজার আগে ‘মূর্তি’ সরাতে আলটিমেটাম পীর চরমোনাইর

বায়তুল মোকাররমের উত্তর গেটে গতকাল জুমার নামাজের পর মহাসমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম —বাংলাদেশ প্রতিদিন

রোজার আগেই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি (ভাস্কর্য) সরানোর আলটিমেটাম দিয়েছে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন  বাংলাদেশ। দলটির পক্ষ থেকে বলা হয়, তা না হলে ঈদের পর সুপ্রিম কোর্ট ঘেরাও করা হবে।

গতকাল জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত মহাসমাবেশে দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘মূর্তির জায়গা মন্দির। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মূর্তি সরাতে হবে। মূর্তি না সরালে ১৭ রমজান সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।’

মহাসমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় নেতা মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা আবদুল হক আজাদ, মাওলানা আবদুল আউয়াল পীর খুলনা, মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক এ টি এম হেমায়েত উদ্দিন, হাফেজ মাওলানা নেয়ামত উল্লাহ আল ফরিদী, প্রকাশনা সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ আবদুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর