রবিবার, ২৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আগে থেকেই কওমি মাদ্রাসার প্রধান ছিলেন মাওলানা শফী : স্বরাষ্ট্রমন্ত্রী

সাভার প্রতিনিধি

আগে থেকেই কওমি মাদ্রাসার প্রধান ছিলেন মাওলানা শফী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর আগেই অঙ্গীকার ছিল, সেই লক্ষ্যে তিনি কয়েক বছর আগে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন। আর হেফাজতের মাওলানা শফী সেই কমিটির প্রধান ছিলেন।

তিনি গতকাল দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডের সিটি সেন্টারের পাশে ঢাকা-আরিচা মহাসড়কের পাশের সীমানা ঘেঁষে সওজের জায়গায় নির্মিত বেদে সম্প্রদায়ের উত্তরণ ফাউন্ডেশনের শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, পরবর্তীতে সেই কমিটির প্রধান শফী এবং কমিটির অন্য আলেমরা যখন একমত হয়ে প্রধানমন্ত্রীর কাছে আসেন, তখন প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেন। এ নিয়ে নতুন করে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। বিএনপি কওমি মাদ্রাসা নিয়ে যে দাবি তুলেছে তা ভিত্তিহীন। ভারতের নয়াদিল্লিতেও কওমি মাদ্রাসার স্বীকৃতি দিয়েছে ভারত সরকার। তাই কওমি মাদ্রাসা নিয়ে বিএনপির কোনো আন্দোলনের সুযোগ নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর