বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

পরিচয় শনাক্ত হয়নি সিলেটে নিহত চার জঙ্গির

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

পরিচয় শনাক্ত হয়নি সিলেটে নিহত চার জঙ্গির

আতিয়া মহলে আলোচিত জঙ্গিবিরোধী অভিযান ও বোমা বিস্ফোরণের ঘটনার পেরিয়ে গেছে এক মাস। এই সময়ে আতিয়া মহলে অভিযান কিংবা বোমা বিস্ফোরণের ঘটনার মামলার কোনো অগ্রগতি হয়নি। এ দুই ঘটনায় পুলিশের হাতে কোনো ক্লুও নেই। এমনকি আতিয়া মহলে সেনা কমান্ডোদের ‘অপারেশন টোয়াইলাইটে’ নিহত চার জঙ্গির পরিচয়ও শনাক্ত হয়নি। বোমা বিস্ফোরণে আহত চার ব্যক্তি এখনো হাসপাতালে কাতরাচ্ছেন। এদিকে, আতিয়া মহল বিধ্বস্ত এক ভবন হিসেবেই এখন দাঁড়িয়ে আছে।

মহানগর পুলিশ ও তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান এবং অভিযান চলাকালে অদূরে বোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশ দুটি মামলা করে। এক মাসে এ মামলায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। দৃশ্যমান কোনো ক্লু খুঁজে পায়নি পুলিশ।

আতিয়া মহলে শ্বাসরুদ্ধকর অভিযান চলাকালে প্রায় আড়াই শ গজ দূরে দুই দফা বোমা বিস্ফোরণ কারা ঘটিয়েছে, তাও উদ্ঘাটন করতে পারেননি তদন্তসংশ্লিষ্টরা। আতিয়া মহলে অভিযান শেষ হওয়ার পরই মৌলভীবাজারে দুটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান চালানো হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর