শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
টাকা কেড়ে নেওয়ার অভিযোগ

ডিবির এসিসহ ১২ জনকে শাস্তির সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাফরুলে একটি ক্লাবে ‘র‌্যাব পরিচয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ার’ অভিযোগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার রুহুল আমিনের নেতৃত্বাধীন টিমসহ ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া তদন্তে গোয়েন্দা পুলিশের কয়েক সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ পাওয়া গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ৩ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। গোয়েন্দা পুলিশের সদস্যদের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড ঠেকাতে বেশকিছু সুপারিশও করেছে তদন্ত কমিটি। গতকাল ৩ সদস্যের তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশ কমিশনার অভিযোগের মাত্রানুযায়ী তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন বলে জানা গেছে। তদন্ত কমিটি ডিবির (পূর্ব) এসি রুহুল আমিনের নেতৃত্বাধীন টিমের সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু, ঢাকা মহানগর পুলিশের বাইরে বদলি এবং গোয়েন্দা পুলিশ থেকে বদলি করার সুপারিশ করেছে। তদন্তে যেসব নতুন পুলিশ সদস্যের নাম এসেছে তারাও এসি রুহুল আমিনের টিমের সদস্য।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর