সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

রংপুরে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি জালিয়াতি

আইডি ট্যাম্পারিং করে কোটাপূরণ

শাহজাদা মিয়া আজাদ, রংপুর

ডিজিটাল পদ্ধতিতে ভর্তি জালিয়াতি করার অভিযোগ পাওয়া গেছে রংপুরে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স শেষবর্ষের (প্রাইভেট) ভর্তি নিবন্ধনে ডিজিটাল জালিয়াতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে শিক্ষার্থীর আইডি ট্যাম্পারিং করে ভর্তির কোটা ফিলাপ দেখিয়ে অতিরিক্ত টাকা হাতিয়ে নিতেই এমন পদ্ধতি অবলম্বন করছে জালিয়াত চক্র। অনুসন্ধানে জানা গেছে, রংপুর কারমাইকেল কলেজের প্রধান ফটক সংলগ্ন অরি এন্টারপ্রাইজ নামের এক সাইবার ক্যাফ থেকে ১৯৬০ সালে জন্ম গ্রহণকারী এক ব্যক্তির ছবি ও মোবাইল নম্বর ব্যবহার করে ১৪০ জনের নিবন্ধন করা হয়েছে। শুধু এ সাইবার ক্যাফে থেকে ৩৫০ জনের নিবন্ধন জালিয়াতি করার সত্যতা খুঁজে পেয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জালিয়াতির বিষয় জানার পরপর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের নিবন্ধন ওয়েবসাইটটি বন্ধ করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে জালিয়াতি চক্রের খপ্পরে পড়ে রংপুরের কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান মাস্টার্স শেষবর্ষে ভর্তিচ্ছু হাজারও শিক্ষার্থী বিপাকে পড়েছেন। তাদের অনেকের কাছে ভর্তির জন্য অগ্রিম টাকা নিয়ে উধাও হয়েছেন অরি এন্টারপ্রাইজসহ কয়েকটি সাইবার ক্যাফের মালিক। কারমাইকেল কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞানসহ ১৮টি বিষয়ে মাস্টার্স শেষবর্ষে (প্রাইভেট) ভর্তির জন্য ১৯ এপ্রিল থেকে অনলাইনে নিবন্ধন শুরু হয়। কিন্তু শিক্ষার্থীরা নিবন্ধনের আগেই এক হাজার আসনের নিবন্ধন পূরণ হয়ে যায়। তবে অন্য ১৭টি বিষয়ে নিবন্ধন অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর