সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

শিক্ষকরাও জাল প্রশ্নপত্র তৈরি করে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, স্কুল, কলেজের শিক্ষক-অধ্যক্ষরাও জাল প্রশ্নপত্র তৈরি করে বিক্রি করেছেন। প্রশ্ন ফাঁসের সঙ্গে এদের একটি অংশ জড়িত। আমরা কঠোর গোপনীয়তার সঙ্গে প্রশ্ন তৈরি করে যখন কেন্দ্রে পাঠিয়েছি তারা ফাঁস করেছেন। টাকার বিনিময়ে নিজেদের শিক্ষার্থীদের কাছে বিক্রি করেছেন। গতকাল রাজধানীর কুড়িলে একটি হোটেলে গেটকো-এনআইআইটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশের আইটি শিক্ষার কারিগরি প্রতিষ্ঠান গেটকো-এনআইআইটি সেন্টার অব এক্সেলেন্স উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা, গেটকো গ্রুপের চেয়ারম্যান কে এম খালেদ, এনআইআইটির এমার্জিং মার্কেট   প্রধান সাফকাৎ আলম প্রমুখ।

সর্বশেষ খবর