সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

সুমাইয়ার অবস্থার উন্নতি আজ মায়ের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

সুমাইয়ার অবস্থার উন্নতি আজ মায়ের কাছে হস্তান্তর

অপহরণের ২৪ দিন পর মা-বাবার কোলে ফেরা শিশু সুমাইয়ার শারীরিক অবস্থা এখন ভালো। আজ যে কোনো সময় বাবা-মার কাছে সুমাইয়াকে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির। সুমাইয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন। ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস বেগম বলেন, সুমাইয়ার শরীর আগের চেয়ে ভালো আছে। তার শরীরে ঠাণ্ডা, সর্দি-জ্বর ছিল। তবে বড় কোনো সমস্যা নেই। বাসায় ফিরে যাওয়ার জন্য মেয়েটি কান্নাকাটি করছে। যেকোন সময় তাকে রিলিজ দেয়া হতে পারে। সুমাইয়ার বাবা জাকির হোসেনও বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা শাহিন ফকির জানান, তিন দিনের রিমান্ডে আসামি সাবিনা আক্তার বৃষ্টি যেসব তথ্য দিয়েছে তা সন্তোষজনক নয়। সে সুমাইয়াকে অপহরণের কথা স্বীকার করেছে, তবে কী কারণে শিশুটিকে অপহরণ করেছিল সে বিষয়ে কোনো তথ্য দেয়নি। জিজ্ঞাসাবাদে অপহরণের সঙ্গে জড়িত আরও একজনের নাম বলেছে বৃষ্টি। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পরই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হবে। অপহরণের রহস্য উদঘাটনে বৃষ্টিকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আজ তাকে আদালতে হাজির করে আরও ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।

সর্বশেষ খবর