বৃহস্পতিবার, ৪ মে, ২০১৭ ০০:০০ টা

১৩ ঘণ্টা পর মুক্ত উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর

১৩ ঘণ্টা পর মুক্ত উপাচার্য

১৩ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি পেলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) এ কে এম নূর-উন-নবী। চাকরির দাবিতে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভাকক্ষে তাকে গতকাল বেলা সাড়ে ১১টা থেকে অবরুদ্ধ করে রাখেন। গত রাত পৌনে ১টায় পুলিশ ভিসিকে উদ্ধার করে তার বাসভবনে পৌঁছে দেয়। জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হল ছাত্রলীগ নেতা-কর্মীরা উপাচার্যকে অবরুদ্ধ করেন। এ ঘটনায় শহীদ মুখতার ইলাহী হল সভাপতি ইমতিয়াজ বসুনিয়া,   সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক মৃতিশ বর্মণকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর