সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়া দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন : আমু

নরসিংদী প্রতিনিধি

খালেদা জিয়া দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন : আমু

নরসিংদীতে যুবলীগের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা। —বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, খালেদা জিয়া দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করে দেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। ৫ তারিখের নির্বাচন না হলে দেশে সাংবিধানিক সংকটের সৃষ্টি হতো। তিনি গতকাল বিকালে নরসিংদী স্টেডিয়ামে জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। আমু দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কারও ব্যক্তিগত স্বার্থে যেন দল ব্যবহৃত না হয়, দল যেন কালিমালিপ্ত না হয়, সে দিকে খেয়াল রাখুন। তিনি বলেন, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছেন, তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলাকে পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন।

সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। সম্মেলনে আরও বক্তৃতা করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু, এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, সিরাজুল ইসলাম মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মতিন ভূইয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত প্রমুখ। যুবলীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় কৃষ্ণ গোস্বামী সভাপতি ও শামীম নেওয়াজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর