বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

বরিশাল সিটি করপোরেশনে চালু হয়নি ই-টেন্ডার

রাহাত খান, বরিশাল

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশের নয় মাসেও ইলেকট্রনিক টেন্ডার (ই-টেন্ডার) পদ্ধতি বাস্তবায়ন করেনি বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। উচ্চ গতির ইন্টারনেট না থাকার অজুহাতে মন্ত্রণালয়ের নির্দেশ বাস্তবায়ন না করে সনাতন (ম্যানুয়াল) পদ্ধতির টেন্ডারের মাধ্যমে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ বাগিয়ে নিচ্ছেন সিটি মেয়রের আস্থাভাজন ঠিকাদাররা। মন্ত্রী, এমপি, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের পাঠানো ‘স্লিপ’ ছাড়াও কাজগুলো বণ্টন করা হয় সিটি করপোরেশনের ঠিকাদার সিন্ডিকেটের মধ্যে।

মন্ত্রণালয়ের নির্দেশ পাশ কাটিয়ে সব শেষ ২১ এপ্রিল শুক্রবার বন্ধের দিন একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়ে ৪৫ কোটি টাকার দরপত্র আহ্বান করে বিসিসি। ওই দরপত্রেও মন্ত্রণালয়ের ইলেকট্রনিক টেন্ডার (ই-টেন্ডার) নির্দেশনা অনুসরণ করা হয়নি। এমনকি করপোরেশনের মাসিক সভায়ও টেন্ডার দেওয়া প্রকল্প অনুমোদন হয়নি। বিসিসির ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম জাকির হোসেন অভিযোগ করে, বিভিন্ন প্রকল্প নিয়ে মাসিক  সভায় আলোচনা হলেও অনুমোদন কীভাবে হয় তা বেশিরভাগ কাউন্সিলর জানেন না। কয়েকদিন আগেও প্রায় ৪৫ কোটি টাকার দরপত্র আহ্বান হয়েছে। কিন্তু কাউন্সিলরদের কিছুই জানানো হয়নি। ‘গুছ’  প্রক্রিয়ার মাধ্যমে কাজগুলো ভাগবাটোয়ারা করার জন্যই ই-টেন্ডারিং করা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

সর্বশেষ খবর