বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

পাঁচ প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে আলাদা অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এপিবিএন-৫ এর অপারেশনস অফিসার সিনিয়র এএসপি সাইদুর রহমান রুবেল জানান, গতকাল দুপুরে কাফরুলের পূর্ব কাজীপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় কাদের সুইটস অ্যান্ড ফাস্টফুডকে ৩০ হাজার, ধার্যকৃত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির জন্য ইয়ান থাই রেস্টুরেন্টকে ৫ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় নিউ জ্যোতি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক শাহানাজ সুলতানা ও রজবী নাহার রজনী। এ ছাড়া দুপুরে গুলশান-২ এ অস্বাস্থ্যকর পরিবেশ ও ধার্য মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকায় ফোর পয়েন্টস বাই শেরাটনকে ১ লাখ ৫০ হাজার এবং অবৈধভাবে ফুটপাথের ওপর দোকান তৈরি করে জনসাধারণের চলাচল বিঘ্ন সৃষ্টি করায় কবির কনফেকশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

সর্বশেষ খবর