বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

বুদ্ধের আদর্শ ধারণ করতে হবে : স্পিকার

নিজস্ব প্রতিবেদক

স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি গৌতম বুদ্ধের মহান আদর্শকে ধারণ করে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।  তিনি গতকাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব ও গৌতম বুদ্ধের জন্মোৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরের সম্মুখে বাংলাদেশ বৌদ্ধ সাংস্কৃতিক পরিষদ আয়োজিত ‘শান্তি শোভাযাত্রা ও সম্প্রীতি উৎসব-২০১৭’ উদযাপন অনুষ্ঠানে আরও বলেন— হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানসহ নানা ধর্মের মানুষের সহাবস্থান বাংলাদেশের এক অনন্য বৈশিষ্ট্য।

সর্বশেষ খবর