শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

কলেজছাত্রকে পিটিয়ে হত্যা স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

বরিশাল জুড়ে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের উজিরপুরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত কলেজছাত্র সুজন চন্দ্র হালদার (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সুজন ধামুড়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং একই উপজেলার বাহেরঘাট গ্রামের অনিল চন্দ্র হালদারের ছেলে। এ ঘটনায় পুলিশ হামলাকারী নয়ন বিশ্বাসকে গ্রেফতার করেছে। নয়ন বাহেরঘাট বাজারের স্বর্ণ দোকানি শিশির কর্মকারের কর্মচারী এবং জল্লা ইউনিয়নের নারায়ণ বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানান, দুই মাস আগে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকালে উপজেলার বাহেরঘাট বাজারে সুজনকে একটি কাঠের টুকরো দিয়ে সজোরে আঘাত করেন নয়ন। আহতাবস্থায় প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সুজনের মৃত্যু হয়। এদিকে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের একটি বাসা থেকে সংঘমিত্র বিশ্বাস প্রমি নামে দশম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। প্রেমঘটিত কোনো বিষয় নিয়ে মান-অভিমানের জেরে প্রমি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রমি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিমাংসু বিশ্বাসের মেয়ে। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, সিলিং ফানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় প্রমির মরহেদ উদ্ধার করে পুলিশ।

সর্বশেষ খবর