শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

তেল-গ্যাস জাতীয় কমিটির প্রতিবাদ দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

রামপাল প্রকল্পসহ সুন্দরবনবিনাশী সব তত্পরতা বন্ধের দাবিতে আজ দেশব্যাপী প্রতিবাদ দিবস পালন করবে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ দেশের সব নাগরিককে এ দিবস পালনের আহ্বান জানিয়েছেন। কমিটির জরুরি সভায় প্রতিবাদ দিবস পালনের এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সাম্প্রতিক এক গবেষণার উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সুন্দরবনবিনাশী রামপাল প্রকল্পের কারণে উপকূলীয় অঞ্চলের ৩৫ থেকে ৪০ লাখ মানুষ উদ্বাস্তু হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর