শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

ঘনিষ্ঠতা বাড়াতে চায় ইইউ বাণিজ্যে আগ্রহী বেলজিয়াম

পররাষ্ট্র দফতরের সংবাদ বিজ্ঞপ্তি

কূটনৈতিক প্রতিবেদক

বেলজিয়াম দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের সঙ্গে বিরাজমান অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে ব্যবসা-বাণিজ্য সম্পর্ক আরও জোরদারে গভীর আগ্রহ প্রকাশ করেছে। বেলজিয়াম সফররত আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠকে বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ার রেন্ডার্স এ আগ্রহের কথা জানান। ব্রাসেলসে আরেক বৈঠকে ইউরোপীয় কমিশনের মানবাধিকার বিষয়ক কমিটির প্রধান দ্যান প্রেদা জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বাড়াতে আগ্রহী।

পররাষ্ট্র দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্রাসেলসের পররাষ্ট্র দফতর ইগমন্ট প্যালেসে (মিনিস্ট্রি অব ফেডারেল পাবলিক সার্ভিস ফর ফরেইন অ্যাফেয়ার্স) বেলজিয়ামের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ার রেন্ডার্সের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের আইনমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সে সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বেলজিয়াম সরকার ও সে দেশের জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী আনিসুল হক। দুদেশ যাতে তাদের অর্থনৈতিক কার্যক্রম আরও বাড়াতে পারে তার জন্য তিনি শিগগিরই ঢাকাস্থ আবাসিক মিশন পুনরায় খুলে দেওয়ার জন্য বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। দিদিয়ার রেন্ডার্স এ প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনার এবং ঢাকায় অন্তত একটি প্রতিনিধিত্বকারী অফিস স্থাপনের বিষয়ে পদক্ষেপ  গ্রহণের আশ্বাস দেন। বেলজিয়াম ১৯৯০ সালে বাংলাদেশে তার দূতাবাস বন্ধ করে দেয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর