শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের পলিটেকনিকে সহায়তা দেবে সিঙ্গাপুর

নিজস্ব প্রতিবেদক

দেশের পলিটেকনিক ইনস্টিটিউটে ৬০টি স্ট্রার্টার ল্যাব স্থাপনে কারিগরি সহায়তা দেবে সিঙ্গাপুর। আগামী জানুয়ারির মধ্যে প্রথম ১০টি ল্যাব স্থাপনের কাজ শেষ হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছে। বৈঠকে নানইয়াং পলিটেকনিক ইন্টারন্যাশনালের সিইও জে ফুন ফুং, ডিরেক্টর এন্থনি এবং বাংলাদেশ প্রতিনিধি দলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালা উপস্থিত ছিলেন।

বর্তমানে সিঙ্গাপুরের নানইয়াং পলিটেকনিক বাংলাদেশের এক হাজার ১৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দিচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর