সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা
বন্দরের কোকেন মামলা

পুলিশের অভিযোগপত্রেও নেই নূর মোহাম্মদের নাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পুলিশের অভিযোগপত্রেও নেই নূর মোহাম্মদের নাম

চট্টগ্রাম বন্দরে ভোজ্যতেল ঘোষণায় তরল কোকেন আমদানি মামলায়ও নূর মোহাম্মদকে বাদ দিয়ে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। সূর্যমুখী তেলের আড়ালে কোকেন আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের মালিক নূর মোহাম্মদ এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. কামরুজ্জামানের দেওয়া অভিযোগপত্রেও নূর মোহাম্মদকে বাদ রাখা হয়েছে।

২০১৫ সালে কোকেন পাওয়ার পর মাদক ও চোরাচালানের অভিযোগে দুটি মামলা হয়। মাদক মামলায় পুলিশ তদন্ত করে নূর মোহাম্মদকে বাদ দিয়ে অভিযোগপত্র দিলেও পরে র‌্যাবের তদন্তে তাকে আসামি করা হয়।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আটজনকে অভিযুক্ত করে চোরাচালান মামলাটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর