সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের জিডিপি হবে ছয় দশমিক ৮ শতাংশ : বিশ্বব্যাংক

বেশ কিছু ঝুঁকি রয়েছে অর্থনীতির ক্ষেত্রে

নিজস্ব প্রতিবেদক

চলতি ২০১৬-১৭ অর্থবছর শেষে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ। আর আগামী ২০১৭-১৮ অর্থবছরে এই প্রবৃদ্ধি কমে দাঁড়াবে ৬ দশমিক ৪ শতাংশে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সংস্থাটির ঢাকা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পূর্বাভাস দেওয়া হয়। বিশ্বব্যাংক মনে করছে, আগামী ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অনিশ্চয়তা, রপ্তানি ও রেমিট্যান্স আয় কমে যাওয়াসহ বিভিন্ন কারণে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি হবে না। বাংলাদেশের অর্থনীতির আউটলুক-২০১৭ প্রকাশ উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, সিনিয়র ডিরেক্টর কালোর্স হ্যারোমিলো, বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট ড. জাহিদ হোসেন, প্রাকটিশ ম্যানেজার ম্যানুয়েলা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় চিমিয়াও ফান বলেন, বিশ্বের অন্যান্য দেশের জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের হার বাংলাদেশে কম। সেদিক থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়ন হলে রাজস্ব আয় বাড়বে এবং রাজস্ব প্রশাসনের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। আউটলুক প্রতিবেদন তুলে ধরে ড. জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে বেশ কিছু ঝুঁকি রয়েছে। এগুলো হচ্ছে আর্থিক খাতে সুশাসনের অভাব, রাজস্ব সংস্কারের উদ্যোগ ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগের অভাব এবং রাজনৈতিক স্থিতিশীলতার অভাব। এ ছাড়া বহির্বিশ্বের ক্ষেত্রে ঝুঁকিগুলো হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর বাণিজ্যনীতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির আশঙ্কা এবং আর্থিক বাজারে নানা সমস্যা। এসব ঝুঁকি মাথায় রেখেই আর্থিক পরিকল্পনা করতে হবে।

সর্বশেষ খবর