সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

বাজেট অধিবেশন শুরু ৩০ মে

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩০ মে ২০১৭ সালের বাজেট অধিবেশন আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী পয়লা জুন সংসদে আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট পেশ করা হবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট পেশ করবেন। এটি হবে দশম জাতীয় সংসদের ১৬তম অধিবেশন। ৩০ মে বেলা ১১টায় অধিবেশন শুরু হবে। সংসদ সচিবালয়ের আইন শাখার কর্মকর্তারা জানান, প্রস্তাবিত বাজেট নিয়ে জুন মাস জুড়েই আলোচনা চলবে। ৩০ জুন বাজেট পাস হবে। এবার বাজেটের আকার ৪ লাখ ২০ হাজার কোটি টাকা হবে। ২০১৬ সালে ৩ লাখ ২০ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়েছিল। বর্তমান সরকারের শেষ বাজেট বা ২০১৮-১৯ অর্থবছরে প্রায় পাঁচ লাখ কোটি টাকা বাজেট ঘোষণা হতে পারে বলে অর্থমন্ত্রী আভাস দিয়েছেন।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর