সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

মেরিটাইম প্রদর্শনীতে অংশ নিতে সিঙ্গাপুর গেছেন নৌবাহিনী প্রধান

সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সামরিক প্রদর্শনী ও আন্তর্জাতিক মেরিটাইম ডিফেন্স প্রদর্শনীর মহড়ায় যোগ দিতে শনিবার রাতে সিঙ্গাপুর গেছেন নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ।

সফরকালে নৌ-প্রধান আন্তর্জাতিক মেরিটাইম সিকিউরিটি কনফারেন্সে যোগ দেবেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্যের ফার্স্ট সি লর্ড এডমিরাল ফিলিপ জোন্স, ডেনমার্কের নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল ফ্রাঙ্ক ট্রোজান ও সিঙ্গাপুর নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল লাই চুং হ্যানের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশ নিতে নৌবাহিনীর জাহাজ ‘স্বাধীনতা’ বর্তমানে সিঙ্গাপুরে রয়েছে।

মহড়ায় যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, গ্রিস, আরব আমিরাতসহ ১৮টি দেশের ২৭টি যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, বিভিন্ন দেশের নৌবাহিনী প্রধানগণ এবং সামরিক ব্যক্তিবর্গ অংশ নিচ্ছেন। আইএসপিআর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর