সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

জঙ্গিবাদ দমনের পদক্ষেপে বার্নিকাটের সন্তোষ

তৃতীয় টিকফা বৈঠক বুধবার

কূটনৈতিক প্রতিবেদক

আগামী বুধবার ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতামূলক চুক্তি বা ‘টিকফা’ বৈঠক হবে।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট গতকাল পররাষ্ট্র দফতরে সচিব শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি জঙ্গিবাদ দমনের ক্ষেত্রে সরকারের উদ্যোগের প্রশংসা ও সন্তোষ প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরব-আমেরিকান ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি আনন্দদায়ক।

সূত্র জানায়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে এবার তৃতীয় বারের মতো টিকফা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো কোনো বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ। এ  বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও  কোটামুক্ত প্রবেশাধিকার আদায়ের বিষয়ে যুক্তি তুলে ধরবে বাংলাদেশ। স্থগিত হয়ে যাওয়া জিএসপি সুবিধা পুনর্বহালেও জোর  দেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর