মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

নিয়ম ভাঙলেই বন্ধ করা হবে বিশ্ববিদ্যালয় : নাহিদ

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নিয়ম না মেনে চললে সে বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হবে। এরই মধ্যে এমন কয়েকটি বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি গতকাল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। সমাবর্তন বক্তব্য দেন ভারতের লখেনৗ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহা. মোজাম্মিল। এ ছাড়া অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারা বেগম, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ড. মো. নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর