মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা

সাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধের গেজেট বহাল

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমিক জোনে সামুদ্রিক মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে ২০ মে থেকে ২৩ জুলাই ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ করে জারি করা গেজেট বহাল  রেখেছে হাই কোর্ট। ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনে দুই বছর আগে দেওয়া রুলের চূড়ান্ত শুনানি করে গতকাল বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানেরহাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। রিটের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি  জেনারেল মো. মোখলেছুর রহমান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ২০১৫ সালের ২০ মে মেরিন ফিশারিজ অর্ডিন্যান্সের ৫৫ ধারায় মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় একটি গেজেট জারি করে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর