বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

এফবিসিসিআই সভাপতি হলেন মহিউদ্দিন

নিজস্ব প্রতিবেদক

এফবিসিসিআই সভাপতি হলেন মহিউদ্দিন

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন-এফবিসিসিআইর আগামী ২০১৭-১৯ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় ২৩তম সভাপতি নির্বাচিত হয়েছেন ওনাস গ্রুপের কর্ণধার শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমানে এফবিসিসিআইর প্রথম সহসভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি। একই সঙ্গে শেখ ফজলে ফাহিম প্রথম-সহসভাপতি ও মুনতাকিম আশরাফ সহসভাপতি নির্বাচিত হয়েছেন সমঝোতার ভিত্তিতে। গতকাল রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে এই তিন পদের নির্বাচন হওয়ার কথা ঘোষণা দেন এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আলী আশরাফ এমপি। এ সময়ে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সমঝোতার ভিত্তিতে সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হয়েছেন। আলাপ-আলোচনা করে নেতা নির্বাচন করাও গণতন্ত্র।পরে নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমার মেয়াদে নির্বাচিত সব পরিচালককে অভিনন্দন জানাই। আমি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

এর আগে গত রবিবার এফবিসিসিআইর পরিচালক পদের নির্বাচন হয়। ৬০টি পরিচালক পদের মধ্যে ১৮টির জন্য ওইদিন নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকিরা আগেই নির্বাচিত ও মনোনীত হয়েছেন। উল্লেখ্য, নতুন কমিটি আগামী ২১ মে দায়িত্ব নেবে।

সর্বশেষ খবর