বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘মূর্তি’ অপসারণে আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ‘মূর্তি’ অপসারণে ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন আইনজীবীরা। গতকাল দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এক মানববন্ধন  থেকে এ দাবি জানানো হয়। আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল আশরাফ-উজ্জামানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী এ বি এম নুরুল ইসলাম, আবদুর রকীব, মুন্সি কবির হোসেন, আবুল হাসেন, সরোয়ার হোসেন, আরিফুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, ১৯৪৭-৪৮ সালে সুপ্রিম কোর্ট স্থাপনের পর  থেকে এখানে কোনো মূর্তি বা ভাস্কর্য নির্মাণ করা হয়নি। বিবেক দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে। ভাস্কর্য বা মূর্তি দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায় না। জাতীয় ঈদগাহ ময়দানের সামনে এরকম মূর্তি বসানো যড়যন্ত্রমূলক। সুপ্রিম কোর্টের নকশার কোথাও ভাস্কর্য বা মূর্তি নেই।

সর্বশেষ খবর