শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

চারবার দরপত্র দিয়েও ইজারা হচ্ছে না ৬ বাজারের

১২ কোটি টাকা হারাবে চসিক

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৬টি বাজারের চারবার ইজারা দরপত্র আহ্বান করলেও কেউ তাতে অংশগ্রহণ করেনি। ইতিমধ্যে চলে গেছে বাংলা সনের এক মাস। বাজারগুলোর আয়ের প্রধান উৎস কোরবানির সময় এগিয়ে আসায় শঙ্কাটি ক্রমশ বাড়ছে। বাজারগুলোর ইজারা না হলে চসিক হারাবে ১২ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ১৯৭ টাকা (গত সনের ইজারার ১০ শতাংশ বেশি  হারে)। ইজারা না হওয়া বাজারগুলো হলো—সাগরিকা গরু বাজার, বিবির হাট গরু বাজার, কর্নেল হাট, ফইল্যাতলী বাজার, দেওয়ান হাট ও বক্সির হাট। তবে ইজারা না হওয়া বাজারগুলোর ব্যাপারে নির্দেশনা চেয়ে চসিক স্থানীয় সরকার মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায়। মন্ত্রণালয়ের নির্দেশনার পর এ ব্যাপারে চসিক পরবর্তী উদ্যোগ নেবে বলে জানা যায়।

চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি, ১৩ মার্চ, ২৮ মার্চ এবং ৬ এপ্রিল ৬টি বাজারের ইজারা দরপত্র আহ্বান করে। এ সময় কয়েকটি বাজারের দরপত্র পাওয়া গেলেও তা সরকারি গড় মূল্যের চেয়ে অনেক কম। ফলে এসব বাজার ইজারা দেওয়া হয়নি।

চসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, মন্ত্রণালয়ের পরিপত্র মতে সর্বশেষ ইজারা মূল্যের সঙ্গে ২৫ শতাংশ বৃদ্ধি করে ইজারা দিতে হবে। কিন্তু ইজারাদারগণ বর্ধিত মূল্যে ইজারা নিতে আগ্রহী নন। কারণ ২৫ শতাংশ বাড়ালেও সে অনুপাতে মাশুল ও হার বৃদ্ধি পায়নি। তাছাড়া বর্ধিত মূল্য ইজারাদারগণের নাগালের বাইরে চলে গেছে বলেও তারা বলেন। তবে এ ব্যাপারে আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়ে একটি চিঠি দিয়েছি। মন্ত্রণালয়ের নির্দেশনা মতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জানা যায়, সাগরিকা গরু বাজারের সরকারি গড় মূল্য ৭ কোটি ২৪ লাখ ৬  হাজার ১১৮ টাকা। ২৫ শতাংশ বৃদ্ধিতে এ মূল্য দাঁড়ায় ৯ কোটি ৫ লাখ ৭ হাজার ৬৪৭ টাকা।  বিবিরহাট গরু বাজারের গড় মূল্য ২ কোটি ৪২ লাখ ৭১ হাজার ২ টাকা, বর্ধিত মূল্য দাঁড়ায় ৩ কোটি ৩ লাখ ৩৮ হাজার ৭৫৩ টাকা ৩৩ পয়সা। কর্নেল হাটের গড় মূল্য ১৬ লাখ ৮৬ হাজার ৬৬৬ টাকা ৬৭ পয়সা, বর্ধিত মূল্য দাঁড়ায় ২১ লাখ ৮ হাজার ৩৩৩ টাকা ৩৩ পয়সা।

ফইল্যাতলী বাজারের গড় মূল্য ১৩ লাখ ৫২ হাজার ৭৮৬ টাকা, বর্ধিত মূল্য ১৬ লাখ ৯০ হাজার ৯৮২ টাকা ৫০ পয়সা। দেওয়ান হাট বাজারের গড় মূল্য ৬ লাখ ৫৭    হাজার ৩৩৩ হাজার ৩৩ পয়সা, বর্ধিত মূল্য ৮ লাখ ২১ হাজার ৬৬৬ টাকা ৬৭ পয়সা। বক্সির হাটের গড় মূল্য ১৩ লাখ ১৫ হাজার ৫০০ টাকা, বর্ধিত মূল্য ১৬ লাখ ৪৪  হাজার ৩৭৫ টাকা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর