শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

জাদুঘর দিবসে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘর দিবসে সপ্তাহব্যাপী অনুষ্ঠান শুরু

আন্তর্জাতিক জাদুঘর দিবস ছিল গতকাল। এ উপলক্ষে জাতীয় জাদুঘরে শুরু হলো সপ্তাহব্যপী অনুষ্ঠানমালা। জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গতকাল এ আয়োজনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে অতিথি ছিলেন জাদুঘরের সাবেক মহাপরিচালক ড. এনামুল হক এবং নেপাল মিউজিয়াম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. প্রেমসিং বাসনিয়াত। জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খানের সভাপতিত্বে এতে স্বাগত ভাষণ দেন জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী। দ্বিতীয় পর্বে উপহার দাতাদের কাছ থেকে জাদুঘরের জন্য শতাধিক নিদর্শন গ্রহণ করেন মন্ত্রী। এরপরের আলোচনা সভায় অধ্যাপক সোনিয়া নিশাত আমিন সভাপতিত্ব করেন।  সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি নির্মলেন্দু গুণ।

ধর্ষকদের শাস্তির দাবি : বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। গতকাল বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান তারা। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সভাপতি গোলাম কুদ্দুছ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর