শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

ক্রেতা দেশগুলোর কাছে পণ্যের দাম বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

ক্রেতা দেশগুলোর কাছে পণ্যের দাম বাড়ানোর দাবি বাণিজ্যমন্ত্রীর

ক্রেতা দেশগুলোর কাছে বাংলাদেশ থেকে নেওয়া পণ্যের দাম বাড়ানোর দাবি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল রাতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ‘সাসটেইনেবল কম্প্যাক্ট’ বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। রাজধানীর একটি হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, অপ্রত্যাশিত রানা প্লাজা ধসের পর ক্রেতাদের চাহিদা অনুযায়ী শ্রম খাতের সংস্কার হয়েছে। কারখানা মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। কারখানা কমপ্লায়েন্স করতে অতিরিক্ত বিনিয়োগ করেছেন। সে কারণেই এখন ক্রেতা দেশগুলোর উচিত পোশাক খাতে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে পণ্যের দাম বাড়ানো।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর