শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

বিদেশে সাংবাদিকদের বাধা দিলে জানাতে বললেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বিদেশ সফরে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা বাধার সম্মুখীন হলে তাকে জানাতে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ‘বিষয়টি তিনি দেখবেন’ বলে আশ্বাস দেন। গতকাল নিজ দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন। প্রসঙ্গত, বিদেশে গিয়ে বাংলাদেশের সাংবাদিকরা দেশের স্বার্থবিরোধী কোনো তত্পরতায় লিপ্ত আছে কি না- তা নজরদারির জন্য গত বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে একটি নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে বিষয়টির ওপর দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিকদের এ ধরনের নজরদারি আদেশ প্রত্যাহার করে তাদের পেশাগত কাজে সহযোগিতার অনুরোধ জানান কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সাবেক সভাপতি মাসুদ করিম। এ সময় মাহমুদ আলী বলেন, ‘এটা তো নির্দেশ দেওয়ার কিছু নাই। কোনো বিধিনিষেধ আছে বলে আমার জানা নাই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর