শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

সবার জন্য নিরাপদ শহর চাই

নিজস্ব প্রতিবেদক

সবার জন্য কার্যকর নিরাপদ শহর চাই। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। নারী ও শিশুবান্ধব শহর চাই। কোয়ালিশন ফর দ্যা আরবান পুওর কাপ ও মানবিক সাহায্য সংস্থার মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। আজ ও আগামীকাল আহছান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরবান থিংকারস ক্যাম্পাস অনুষ্ঠিত হবে।

মতবিনিময় সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, যখন-তখন বস্তি উচ্ছেদ করে নগরীতে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। হঠাৎ করে দেখা যায় বস্তি আগুনে পুড়ে যাচ্ছে। তিনি বলেন, নগর উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা নিতে হবে। নগর উন্নয়নের দায়িত্বে যারা আছেন তাদের এ বিষয়ে ভাবতে হবে। বস্তিবাসীর কথাও চিন্তা করতে হবে। সাপ্লাই পানি বিশুদ্ধ করলে অতি সাধারণ মানুষ তা পান করে সুস্থ থাকতে পারে। উন্নত বিশ্বে সাপ্লাই পানি বিশুদ্ধ করে সরবরাহ করা হয়। তিনি আরও বলেন, নগরে খোঁড়াখুঁড়িতে দুর্ভোগ চরম আকার ধারণ করছে। রিকশা নিয়ে যাতায়াতের সময় মহিলা ও শিশু পানিতে পড়ে যাচ্ছে। নাগরিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। সভাপতির বক্তব্যে প্রফেসর নজরুল ইসলাম বলেন, পরিবেশবান্ধব শহর নির্মাণে আমাদের আরও সচেতন হতে হবে। আমরা নারী ও শিশুবান্ধব শহর চাই। সবার জন্য শহর চাই। বিশুদ্ধ পানি চাই। স্যানিটেশন চাই। মানবিক শহর চাই। এ জন্য সংশ্লিষ্টদের আরও আন্তরিক হতে হবে। তিনি বলেন, আগামী স্বপ্নের নগরের একটি রূপরেখা বাস্তবায়নই হলো আমাদের মূল লক্ষ্য। ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করলে ঝুঁকি থাকে না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএন হ্যাবিটেডের প্রতিনিধি মো. আকতারুজ্জামান, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহিন আক্তার চৌধুরী ডলি, হেল্পএজ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা, তৃণমূল প্রতিনিধি হারুন অর রশীদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, কাপ-এর নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সানইয়াত, মানবিক সাহায্য-এর মো. জাকির হোসেন প্রমুখ। সভা পরিচালনা করেন স্বপনা রেজা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর