শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

জাদুঘরের বন্যার গান

সাংস্কৃতিক প্রতিবেদক

জাদুঘরের  বন্যার গান

জাতীয় জাদুঘরে চলছে আন্তর্জাতিক জাদুঘর দিবস ২০১৭ এর সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালা। গতকাল ছিল ‘মিউজিয়ামস অ্যান্ড কনটেস্টেড হিস্টরিজ : সেইং দি আনস্পিকেবল ইন মিউজিয়ামস’— এ প্রতিপাদ্যের দ্বিতীয় দিনের আয়োজন। এদিন সন্ধ্যায় জাদুঘরের প্রধান মিলনায়তনে গানে গানে সংগীতানুরাগীদের মুগ্ধ করেন রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সন্ধ্যায় বন্যার এ একক আয়োজনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মঞ্চে  এসে প্রথমেই রেজওয়ানা চৌধুরী বন্যা গেয়ে শোনান ‘ঝরঝর বরিষে বারিধারা’। এরপর তিনি একে একে ‘গহন কুসুমে কুঞ্জমাঝে’সহ রবীন্দ্রনাথের বর্ষার গান পরিবেশন করেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর