সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

চিকুনগুনিয়া নিয়ে আতঙ্কের কারণ নেই

সেমিনারে বিশেষজ্ঞ মতামত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চিকুনগুনিয়া প্রাণঘাতী রোগ নয়। সারা দেশে এ পর্যন্ত ১৫০ জন চিকুনগুনিয়ার রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত কোনো রোগীই মারা যায়নি। সর্বোচ্চ সাত দিনের মধ্যে এই চিকুনগুনিয়া জ্বর কমে যায়। ঘরে বসেই এই রোগের চিকিত্সা সম্ভব। তাই এই রোগে আক্রান্ত হলে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মশাবাহিত এই রোগ প্রতিরোধে প্রয়োজন জনসচেতনতা।

গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘চিকুনগুনিয়ার’ ওপর আয়োজিত এক সেমিনারে বিশেষজ্ঞরা এই মত ব্যক্ত করেন। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, সাবেক উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তাহমিনা, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুর রহিম, রিউমাটোলজি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, শিশু বিভাগের অধ্যাপক ডা. চৌধুরী আলী কাওসার, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ, প্যাথলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ কামাল, ভাইরোলজি বিভাগের অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রিউমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আবু শাহীন এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তানভীর ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর