সোমবার, ২২ মে, ২০১৭ ০০:০০ টা

ভ্রাম্যমাণ আদালত নিয়ে হাই কোর্টের রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায় ২ জুলাই পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ওইদিন আপিল বিভাগে এ বিষয়ে পরবর্তী শুনানি হবে। গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেয়। ফলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আপাতত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলতে বাধা নেই বলে আইনজীবীরা জানান।

সর্বশেষ খবর