মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

খনি দুর্নীতি মামলা বাতিলে খালেদার আবেদনের আদেশ ২৮ মে

নিজস্ব প্রতিবেদক

বড় পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা বাতিলের আবেদন খারিজ করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে ২৮ মে আদেশের দিন ধার্য হয়েছে। খালেদার আবেদনের ওপর শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ আদেশের এ দিন ধার্য করে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। মামলা বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম বৈধ বলে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর হাই কোর্ট রায় দেয়। ২০১৬ সালের ২৫ মে প্রকাশিত হয়। ২০১৬ সালের ২৬ জুন লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন খালেদা জিয়া।

সর্বশেষ খবর