মঙ্গলবার, ২৩ মে, ২০১৭ ০০:০০ টা

জনতায় অফিসার নিয়োগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

জনতায় অফিসার নিয়োগে নিষেধাজ্ঞা

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগ পরীক্ষার ফলাফল ও নিয়োগ কার্যক্রমের ওপরে তিন মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে হাই কোর্ট। এ বিষয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনা তদন্ত ও গত ২১ এপ্রিল নেওয়া লিখিত পরীক্ষা বাতিলে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। অর্থ সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ব্যাংকার্স সিলেকশন কমিটির সভাপতি, জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী  জ্যোতির্ময় বড়ুয়া। ২১ এপ্রিল জনতা ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার পদে নিয়োগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। চাকরি প্রত্যাশীদের দাবি সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমেও প্রতিবেদন প্রকাশিত হয়। সেই পরীক্ষা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া স্থগিত চেয়ে হাই কোর্টে ১৫ জন চাকরিপ্রার্থী রিট করেন।

সর্বশেষ খবর