বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা
‘মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড অর্জন’

ফুলেল সংবর্ধনায় অভিষিক্ত ফরিদা ইয়াসমিন

নিজস্ব প্রতিবেদক

ফুলেল সংবর্ধনায় অভিষিক্ত ফরিদা ইয়াসমিন

জাতীয় প্রেস ক্লাবে গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের স্পেশাল কংগ্রেশনাল অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফরিদা ইয়াসমিনকে দেওয়া সংবর্ধনা সভায় তার হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু —বাংলাদেশ প্রতিদিন

মার্কিন যুক্তরাষ্ট্রের ‘স্পেশাল কংগ্রেসনাল অ্যাওয়ার্ড লাভ এবং নিউইয়র্ক সিটি পাবলিক  অ্যাডভোকেট’ সম্মাননার জন্য সহকর্মীদের ফুলেল সংবর্ধনা পেলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ   সম্পাদক ফরিদা ইয়াসমিন। গতকাল প্রেস ক্লাব মিলনায়তনে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন, মিডিয়া ও নানা      প্রতিষ্ঠানের নেতারাসহ ব্যক্তিগত পর্যায়েও অনেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। জাতীয় প্রেস  ক্লাবের ৬৩ বছরের ইতিহাসে সাধারণ সম্পাদক পদে প্রথম নির্বাচিত নারী এবং ‘মিডিয়া জগতে নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী’ ফরিদা ইয়াসমিনকে উত্তরীয় পরিয়ে দেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ক্রেস্ট তুলে দেন ফরিদা ইয়াসমিনের হাতে। তথ্যমন্ত্রী বলেন, নারী সমাজের ক্ষমতায়নে মিডিয়ায় ফরিদা ইয়াসমিনের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পরই তাকে আমাদের সংবর্ধনা দেওয়া উচিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের এই মূল্যায়নের পর আমরা তাকে আজ সংবর্ধনা দিচ্ছি। সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন— প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজউদ্দীন আহমেদ, ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন ও সানজিদা খানম এমপি। এ ছাড়াও ডিইউজে সভাপতি শাবান মাহমুদ, জাতীয় প্রেস ক্লাবের সহসভাপতি আজিজুল ইসলাম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ইউএনবির সম্পাদক মাহফুজুর রহমান, সাব এডিটরস কাউন্সিলের সভাপতি এ কে এম শহীদুল হক, সাব এডিটর কাউন্সিলের অপর অংশের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল, জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব এডিটরস কাউন্সিলের দুই অংশ, উইমেন্স জার্নালিস্ট নেটওয়ার্ক, সংবাদ সংস্থা ইউএনবিসহ সাংবাদিকদের নানা সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে মিডিয়ার ভূমিকার প্রশংসা করে বলেন, ‘রাজাকার, জঙ্গিবাদী আর আগুন সন্ত্রাসীদের পায়ে ধরে নির্বাচনে আনার কৌশলে আমি বিশ্বাস করি না। রাজাকাররা নির্বাচনে আসলো কি না আসলো তাতে বাংলাদেশের গণতন্ত্রেও কিছু যায় আসে না।’ ইকবাল সোবহান চৌধুরী বলেন, ফরিদা ইয়াসমিনের এই অর্জন বাংলাদেশের অর্জন, নারী সমাজের গৌরব এবং মিডিয়ার সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের অর্জন। সানজিদা খানম এমপি ফরিদা ইয়াসমিনকে অভিনন্দন জানিয়ে বলেন, এ অর্জন শুধু বাংলাদেশেরই নয়, সমগ্র বিশ্বের নারী ক্ষমতায়নের ক্ষেত্রে স্মরণীয় হয়ে থাকবে। ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত ফরিদা ইয়াসমিন সংবর্ধনার জবাবে বলেন, এই সংবর্ধনার মাধ্যমে আপনারা আজ আমাকে যে সম্মান ও ভালোবাসা দিয়েছেন— তাতে আমি অভিভূত। আমার কাছে আজ মার্কিন কংগ্রেসের ওই পুরস্কারের চেয়ে এই ভালোবাসা অনেক বড়। আমার পক্ষে যারা বিভিন্নভাবে কাজ করে সহযোগিতা করেছেন, যাদের সহযোগিতায় ও ভোটে আজ আমি জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি, তাদের উদ্দেশে আমার এই ‘মার্কিন কংগ্রেসনাল অ্যাওয়ার্ড উৎসর্গ’ করলাম। সংবর্ধনা অনুষ্ঠানের বক্তৃতা পর্ব শেষে মধ্যাহ্নভোজ ও পরে বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর