বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

সভায় অনুপস্থিত থাকলেই মন্ত্রণালয়ে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, সিটি করপোরেশন নগর এলাকার সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালন করছে। এ ব্যাপারে মন্ত্রণালয় থেকে পরিপত্রও জারি করা হয়েছে। নিয়ম মতে প্রতি তিন মাস অন্তর সেবা সংস্থাগুলোকে নিয়ে সমন্বয় সভার আয়োজন করি। কিন্তু এই সভায় যদি কোনো সংস্থা উপস্থিত না থাকেন তাহলে এ ব্যাপারে আমি সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ (নোট) পাঠাব। গতকাল দুপুরে সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চসিকের সঙ্গে সেবা সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি দফতরগুলোর সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি মেয়র বলেন, নগরবাসী মনে করেন নাগরিকদের সব ধরনের সেবার দায়িত্ব চসিকের। সব অভিযোগ অনুযোগও চসিকের দিকে। তাই আমি মনে করি, নাগরিকদের চাহিদা পূরণে আমাদের সচেষ্ট থাকতে হবে।

সর্বশেষ খবর