বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

রমজানে গরুর মাংস ৪৭৫, খাসি ৭২৫ টাকায় বিক্রি হবে

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে মাংসের দাম নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এই দাম অনুযায়ী দেশি গরুর মাংস প্রতি কেজি ৪৭৫ টাকা এবং বিদেশি গরুর মাংস ৪৪০ টাকা কেজি দরে বিক্রি হবে। এ ছাড়া মহিষের মাংস প্রতি কেজি ৪৪০ টাকা, খাসি ৭২৫ টাকা,  ভেড়া ও ছাগলের মাংস ৬২০ টাকা কেজি দরে বিক্রি করা হবে। সুপার শপেও একই দামে মাংস বিক্রি করা হবে। গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সভা কক্ষে মাংস ব্যবসায়ী সমিতির সঙ্গে মতবিনিময়  শেষে মেয়র সাঈদ খোকন এই দাম  ঘোষণা করেন। একইসঙ্গে কোনো ব্যবসায়ী নির্ধারিত দাম না মানলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন মেয়র। গত বছর রমজানে প্রতি কেজি গরুর মাংস ৪২০, মহিষের মাংস ৪০০, খাসি ৫৭০, ভেড়া ও ছাগলের মাংস ৪৭০ টাকা দাম নির্ধারণ করেছিল ডিএসসিসি।

সর্বশেষ খবর