বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

এইচএসসির খাতা উদ্ধার সেই শিক্ষক ওএসডি

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল থেকে এইচএসসি পরীক্ষার ১০০টি খাতা উদ্ধারের ঘটনায় একজন শিক্ষককে তার দায়িত্ব থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির পক্ষে সিনিয়র সচিব আবু কায়সার খানের স্বাক্ষর করা এক পত্রে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আবুল কালামকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, ঢাকায় ন্যস্ত করা হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, গতকালের মধ্যে তিনি বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় অপরাহে তিনি তাত্ক্ষণিকভাবে অবমুক্ত বলে বিবেচিত হবেন।

সর্বশেষ খবর