বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স

রমজান-ঈদের নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক

আসন্ন পবিত্র রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান-মলমপার্টি, নাশকতা ও যানজট নিরসনে জিরো টলারেন্সে পুলিশ। এ ব্যাপারে তথ্য সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণে ইতিমধ্যে গোয়েন্দা পুলিশসহ মাঠপর্যায়ের পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। গতকাল বিকালে পুলিশ সদর দফতরে রমজান ও ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন। আইজিপি বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে নছিমন, করিমন, ভটভটি, থ্রি হুইলার এবং ইজিবাইক ইত্যাদি যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে। সুষ্ঠুভাবে যানবাহন চলাচলের সুবিধার্থে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া পুলিশ কোন যানবাহন তল্লাশি করবে না। মহাসড়কে ডাকাতি প্রতিরোধ এবং যানজট নিরসনে হাইওয়ে এবং জেলা পুলিশ বিশেষ তত্পর থেকে দায়িত্ব পালন করবে।

ফরমালিন ও রাসায়নিক উপাদান মিশ্রিত ফল, ভেজাল ইফতার ও অন্যান্য খাদ্যদ্রব্যবিরোধী মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেন পুলিশ প্রধান।

সর্বশেষ খবর