শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

আজ চাঁদ দেখা গেলে কাল রোজা

নিজস্ব প্রতিবেদক

আজ শুক্রবার চাঁদ দেখা গেলে কাল শনিবার শুরু হবে পবিত্র মাহে রমজান। সে ক্ষেত্রে আজ রাতেই তারাবির নামাজ পড়তে হবে এবং সাহরি খেতে হবে। এজন্য জাতীয় চাঁদ দেখা কমিটি আজ বাদ-মাগরিব বায়তুল মোকাররম মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভায় মিলিত হবে। তবে আজ দেশের কোথাও রমজান মাসের চাঁদ দেখা না গেলে নিয়ম অনুযায়ী ৩০ দিনে শাবান মাস পূর্ণ করে রবিবার থেকে শুরু হবে পবিত্র মাহে রমজান মাস। তখন কাল শনিবার রাত থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শুরু হবে তারাবির নামাজ ও সাহরি। পবিত্র রমজান মাসে সারা দেশে সব মসজিদে একই পদ্ধতিতে খতম তারাবি পড়ার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর