শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

নারীর ক্ষমতায়নে পক্ষপাতদুষ্ট সংস্কৃতির পরিবর্তন চাই

সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) সেমিনারে বক্তারা অভিমত ব্যক্ত করে জানিয়েছেন, নারীর ক্ষমতায়নের জন্য পুরুষ পক্ষপাতদুষ্ট রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। অন্যথায় কখনই নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই সেমিনারে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা আরও বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বেড়েছে। সরকারের গুরুত্বপূর্ণ পদে নারীরা দায়িত্ব পালন করছেন। কিন্তু প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন হয়নি। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে নির্বাচিত নারীদেরও যথাযথ ক্ষমতা দেওয়া হয়নি। ‘সময়ের পরিবর্তনে নারীর ক্ষমতায়নকে বেগবান করায় আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন বিএনপিএসের নির্বাহী পরিচালক রোকেয়া কবীর। বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার, জাতীয় মহিলা সংস্থার নারী নির্যাতন প্রতিরোধ সেলের লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব শহিদুল ইসলাম নিজামী, আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র ডেপুটি ডিরেক্টর রওশন জাহান পারভীন, রমনা থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি, নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরিফ, বিএনপিএসের উপ-পরিচালক শাহনাজ সুমী প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর