শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা

ডুমনী ইউপির ২ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ১৮ আসনের অন্তর্গত খিলক্ষেত থানার ডুমনী ইউনিয়ন পরিষদের ২০১৭-১৮ অর্থবছরের বাজেট গতকাল বিকালে ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম ভূঁঞা। বাজেট ধরা হয়েছে ২ কোটি ৮৫ লাখ ৪২ হাজার টাকার। ঘোষিত বাজেটের মধ্যে কর আদায় ১২ লাখ ৫০ হাজার, লাইসেন্স ও পারমিট ফি ৬ লাখ, অযান্ত্রিক যানবাহনের লাইসেন্স ১ লাখ, জন্মনিবন্ধন ফি দেড় লাখ, উন্নয়ন ১% স্থাবর সম্পত্তি কর আয় ২ কোটি, এলজিএসপি ২৫ লাখ, টিআর/কাবিখা/কাবিটা ১১ লাখ, সংস্থাপন কাজে ৯ লাখ ৫০ হাজার, ভিজিডি/ভিজিএফ ৯ লাখ এবং অন্যান্য খাতে ৯ লাখ ৯২ হাজার টাকা ধরা হয়েছে। বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সদস্য কনকতারা বেগম, অঞ্জনা বেগম ও নুরুন নাহার; পরিষদের সদস্য মজিবুর রহমান, নাঈম আহমেদ, হেলাল উদ্দিন, আলম মিয়া, আবদুল বাতেন, রেজাউল করিম ও নির্মল সরকার। বাজেট ঘোষণার সময় শরিফুল ইসলাম ভূঁঞা বলেন, ‘দেশের উন্নয়নের জন্য জাতির জনকের কন্যা ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। এলাকার উন্নয়নের জন্য স্থানীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন নিরলসভাবে কাজ করছেন। আর আমি ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর