শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

কারিগরি শিক্ষার বিকল্প নেই : শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশকে বেকারমুক্ত করার জন্য কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ধারণা দেওয়ার পর বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশ আজ অনেক দূরে এগিয়ে গেছে।  দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। গতকাল দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এ কথা বলেন।

ঝালকাঠি সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল চক্রবর্তী।

সর্বশেষ খবর