শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

অবশেষে স্বস্তির বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

ঘড়ির কাঁটা বিকাল ৪টা ছুঁই ছুঁই। আকাশে রোদের ফাঁকে উঁকি দিচ্ছিল টুকরো কালো মেঘ। তখনই রাজধানীবাসীর মনে চাতকের মতো আশা জেগেছিল এক পশলা বৃষ্টি আর একটু স্বস্তির। এরপর বিকাল ৫টা বাজতেই ধূলিময় ঝড়ো বাতাস আর আকাশে ঘন মেঘের আনাগোনা। একটু পরেই আসে মিহি দানার বৃষ্টি। এ বৃষ্টি আগ্নেয়গিরির বুকে খানিকটা পানি ঢালার মতো। অল্প হলেও তাতে কমিয়ে দেয় দাবদাহ। বৃষ্টির উপস্থিতি খুব অল্প সময় এবং অল্প পরিমাণের হলেও অনেকেরই কথা—‘দাবদাহে ওষ্ঠাগত প্রাণিকুলকে বাঁচাতে এটুকুওবা কম কিসে!’ শুধু রাজধানী ঢাকা নয়, দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির এরকম আনোগোনা ছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর