শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

প্রতিপক্ষকে হল থেকে বের করে দিল জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আল বেরুনী হলের (সম্প্রসারিত ভবন) শাখা ছাত্রলীগের সভাপতি গ্রুপের দুই নেতাকে পিটিয়ে হল থেকে বের করে দিয়েছে সাধারণ সম্পাদক গ্রুপের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুজন হলো— শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আইন ও বিচার বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী শেখ যোবায়ের হোসেন এবং পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের শিক্ষার্থী মাহবুব হাসান রাব্বী। জানা যায়, রাত এগারোটার দিকে যোবায়ের ও রাব্বী তাদের হলের সামনে চায়ের দোকানের বেঞ্চিতে পায়ের ওপর পা তুলে বসে ছিল। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন সেখানে উপস্থিত হন। সাদ্দামকে সালাম না দেওয়ায় এবং এভাবে বসে থাকার কারণে তিনি ওই দুজনকে গালিগালাজ করেন এবং শায়েস্তা করার হুমকি দেন। পরে রাত বারোটার দিকে সাদ্দামের অনুসারী উপ-স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুল আলম, ছাত্রলীগ কর্মী জাহিদুর রহমান, মোজাহিদুল ইসলাম, সাইফুল, মেহেদী, হাসিব, আশরাফী চৌধুরী, মারুফ, সাইফুল্লাহসহ ৮-১০জন ছাত্রলীগ কর্মী যোবায়ের এবং রাব্বীকে রুম থেকে ডেকে হলের গেস্ট রুমে নিয়ে যায়। সেখানে তাদেরকে ক্রিকেট স্ট্যাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে হল থেকে বের করে দেন। বর্তমানে মারধরের শিকার দুই ছাত্রলীগ নেতা প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় অবস্থান করছে।

সর্বশেষ খবর