শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

অর্থনীতিতে ‘ম্যাজিক’ দেখাতে চায় সরকার

------------------------- ফখরুল

প্রতিদিন ডেস্ক

সরকার দেশের অর্থনীতি ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিসংখ্যানের ধূম্রজাল তৈরি করে তারা অর্থনীতিকে ফুলিয়ে-ফাঁপিয়ে দেখাতে চায়। গতকাল এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের বর্তমান অর্থনীতি হচ্ছে একটা লুটেরা অর্থনীতি, লুম্পেন ইকোনমি। এখন এই অর্থনীতি রসাতলে যাচ্ছে।’

‘অর্থনীতির পরিসংখ্যানে একটা ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। জুয়েল আইচ ম্যাজিক দেখান, একটা ফুল নিয়ে এসে ১০০টা ফুল দেখান। আজকে এরা (সরকার) অর্থনীতিতে একটা ফুল দিয়ে ১০০টা ফুল দেখাতে চান।’ আগামী ১ জুনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট উপস্থাপন করার আগে হোটেল পূর্বাণীর বলরুমে এক প্রাক-বাজেট আলোচনায় এসব কথা বলেন অর্থনীতির সাবেক শিক্ষক মির্জা ফখরুল।

সর্বশেষ খবর