শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা

রাজধানীতে জামায়াতের ২৫ কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পান্থপথ থেকে সন্দেহভাজন হিসেবে জামায়াতে ইসলামীর ২৫ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুরে হক চেম্বারের সপ্তম তলায় অবস্থিত প্রফটেক নামে একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে শেরেবাংলানগর থানায় মামলা প্রক্রিয়াধীন। পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি সাত্যিক কবিরাজ ঝুলন জানান, কীভাবে সরকারপ্রধান ও মন্ত্রীদের ছবি বিকৃত করে ইন্টারনেটের মাধ্যমে সরকারবিরোধী কার্যকলাপ চালানো যায় সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এডিসি আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের ১৫০ জন কর্মীকে সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত তাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে কীভাবে প্রবেশ করানো যায় তার কাগজপত্র পাওয়া গেছে। ওই প্রতিষ্ঠান থেকে আটক ২৫ জনই জামায়াতের কর্মী। গতকাল তারা সরকারবিরোধী গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। তাদের বিষয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।

এসব অভিযোগের ব্যাপারে আটক ২৫ জন সাংবাদিকদের জানান, তারা ষড়যন্ত্রের শিকার। তারা প্রফটেক প্রতিষ্ঠানে কম্পিউটার প্রশিক্ষণ দেন। সরকারবিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে জড়িত নন।

সর্বশেষ খবর